This is Bengali song from Kolkata movie 2020. Title is Abar phire Ele by Arijit Singh from Dwitiyo Purush.
প্রিয় মানুষের ফিরে আসার অপেক্ষা মনকে যখন ব্যাকুল করে, তখন ফিরে আসে কেবল পুরােনাে মুহূর্তের স্মৃতি।
Abar Phire Ele (আবার ফিরে এলে) By Arijit Singh
তুমার অভিমানে বড়া
কৃশ্নকলি নামে ধরা দিতে চায়
পথ হারিয়ে ফেলে সুবর্নরেখা তাই
দু চখ ঢেকে যাচ্ছি কে কোথায়
তুমার অভিধানে আছে
এমন কোন হাসি ছুয়ে গেছে মন
মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ
হাতের মুঠোয় চাইছি শিহরণ
যাত্রিহিন এই রাত্রি গুলোর বন্ধু হবে কে
শিতের বুতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে
অই পাথুরে ঝরনা ঝলের ঝিমঝিম উল্লাসে
এই নিমিষে হাওয়ার ছোবল এড়িয়ে যাবে সে
আবার ফিরে এলে
জেগে আছি হয়ে নিঘুম
আবার ফিরে এলে ভালোবাসা যায় ফুরিয়ে
তুমার বিপদ গলির কাছে
ডানা মেলে আমি জানতে পরিচয়
তুমার সঙমালা সাঝাই
চিনহ রাখা আছে সব্দ হিনতায়
যাত্রীহিন এই রাত্রি গুলোর বন্ধু হবে কে
আবার ফিরে এলে জেগে আছি
আবার ফিরে এলে ভালোবাসায় উড়ে যায় দিন ফুরিয়ে
Tomar Ovimane Vora
Krisnokoli name dhora dite chay
Poth hariye fele suborrno rekha tai
Du cokh deke jacci ke kothay
Tumar ovidhane ache
Emon kono hasi chuye geche mon
Mugdho hobo abar olpo kisukkhon
Hater muthoy chaichi sihoron
Jatrihin ei ratri gulor bondhu hobe ke
Shiter bottom atke niye songgi hobe ke
Oi pathure jorna joler jim jim ullashe
Abar phire ele jege achi hoye nighum
Abar fire ale valobasha jay furiye.
Abar Phire Ele (আবার ফিরে এলে) Images
Song Credit Singer:Arijit Singh Music:Anupam Roy Lyrics: Anupam Roy Label: SVF Featured Image: Youtube